প্রতিষ্ঠা: বর্ডার গার্ড পাবলিক স্কুল, খুলনা ৩১ জুলাই, ১৯৯৫ খ্রি. তারিখে তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ) এর মহাপরিচালক মেজর জেনারেল এজাজ আহমেদ চৌধুরী পিএসসি কর্তৃক ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। প্রতিষ্ঠা বর্ষ থেকে অদ্যাবধি বিদ্যালয়টি বিজিবি কর্মকর্তা ও সৈনিকদের সন্তানদের এবং স্থানীয় জনগণের ছেলেমেয়েদের মধ্যে পাঠদান করে সুনামের দিক দিয়ে নিজস্ব স্বকীয়তা অর্জন করেছে। প্রতিষ্ঠার পর থেকে কেজি থেকে দশম শ্রেণি পর্যন্ত একত্রে সকল কার্যক্রম পরিচালিত হলেও ২০১৪ খ্রিস্টাব্দে বিদ্যালয়ের প্রাথমিক স্তর (কেজি থেকে পঞ্চম শ্রেণি) পৃথক করা হয় যার নামকরণ করা হয় বর্ডার গার্ড পাবলিক প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বর্ডার গার্ড পাবলিক স্কুল, খুলনা নামে পাঠদান করা হচ্ছে।
জমি: বিদ্যালয়টির একাডেমিক স্বীকৃতির জন্য কার্যক্রম শুরু করলে বিদ্যালয়ের নামে জমির প্রয়োজন দেখা দেয়। তখন বিজিবি কর্তৃক স্কুলের ঘরের জমি সহ তৎসংলগ্ন পাবলা মৌজার দাগ নং-৫৬১২ মধ্য থেকে ০.৩৩ একর জমি বর্ডার গার্ড পাবলিক স্কুল, খুলনা এর জন্য স্থায়ী ভাবে বরাদ্দ দেয়া হয়। উল্লেখ্য উক্ত দাগে অবশিষ্ট ০.৮৯ একর জমি রয়েছে যার উপর বিদ্যালয়ের ০১ (এক) টি ০৬ (ছয়) কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন ও ০২ (দুই) টি ও আকৃতির আধাপাকা টিনশেড ভবন রযেছে যেখানে ০৩ (তিন) টি শ্রেণিকক্ষ, ওয়াসরুম ও টিউবওয়েল সহ অন্যান্য স্থাপনা রয়েছে। উল্লেখ্য, অবশিষ্ট ০.৮৯ একর জমি বিদ্যালয়ের নামে বরাদ্দ করা একান্ত প্রয়োজন।
স্বীকৃতিঃ ০১ জানুয়ারি ১৯৯৭ তারিখে বিদ্যালয়টি প্রাথমিক অনুমোদন লাভ করে। ০১ জানুয়ারি ২০০০ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর কর্তৃক নি¤œ মাধ্যমিক স্তর (ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণি) স্বীকৃতি লাভ করে এবং ০১ মে ২০০৪ তারিখে উক্ত নিম্নমাধ্যমিক স্তর এমপিওভুক্ত হয়। পরবর্তীতে ০১ জানুয়ারি ২০০৭ তারিখে মাধ্যমিক স্তর (নবম ও দশম শ্রেণি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর কর্তৃক অনুমোদন লাভ করে এবং ৬ জুলাই ২০২২ সালে মাধ্যমিক স্তর এমপিও ভুক্ত হয়। বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সরকারি বিধি মোতাবেক পাঠদান কার্যক্রম অব্যাহত আছে। স্বীকৃতি নিয়মিত নবায়ন করা হয়, বর্তমান স্বীকৃতির মেয়াদোত্তীর্ণ হবে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে।